হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক

আমার দেশ অনলাইন

১৯ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামে এক কর্মশালায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ বলেন, পিপিআর ২০২৫ এর আওতায় সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)-এর ব্যবহার বাধ্যতামূলক।

তবে দেশের বিভিন্ন এলাকায় যে-সব ক্রয়কারীর এখনও তথ্য প্রযুক্তি উপকরণ ও ই-জিপি ব্যবহারে দক্ষতা ও লোকবলের ঘাটতি রয়েছে, তাদেরকে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যানুয়াল দরপত্র করার জন্য বিপিপিএ-এর অনুমতি নিতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিপিপিএ এ কর্মশালার আয়োজন করে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইএমইডি-এর বিপিপিএ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিম্যাপ) -এর একটি অন্যতম কার্যক্রম হিসেবে সরকারি ক্রয়ে আচরণ পরিবর্তন যোগাযোগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এ কার্যক্রমের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫), ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি), বিপিপিএ-এর কার্যাবলি এবং টেকসই সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে অংশীজন ও জনসাধারণের মধ্যে সচেতনতা ও উৎসাহ বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলায় সরকারি ক্রয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রয়কারী সংস্থা ও দরপত্র-দাতাদের নিয়ে ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ কার্যক্রম বাস্তবায়নে বিপিপিএ-এর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কর্মশালাটির ব্যবস্থাপনা করেছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কর্মশালায় সভাপতিত্ব করেন। চট্টগ্রামের বিভিন্ন ক্রয়কারী কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ ও দরদাতাগণের সমন্বয়ে মোট ৬৪ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) ও জাতীয় ক্রয় প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম, পিপিআর, ২০২৫ বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) জনাব মোহাম্মদ আলী আহম্মেদ খাঁন কর্মশালায় উপস্থিত ছিলেন।

একই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় সরকারি ক্রয় প্রক্রিয়ায় যুক্ত ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের নিয়ে দুপুর ০৩:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত হাটহাজারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে আরেকটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন কর্মশালায় সভাপতিত্ব করেন।

রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট আটকে থাকল ফ্লাইট

‘কার্যত তিনি জামায়াতের প্রোডাক্ট’

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়ন বঞ্চিত সাত নেতা এক মঞ্চে

হাত তুলে বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

একইস্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাবাজ রশিদের আবারো মামলা

সিএমপিতে নয় মাসে ১১২ অস্ত্রধারী গ্রেপ্তার

হত্যার আগেই সম্ভাব্য ১১ খুনির নামে ভিডিও

ট্রলারসহ ১৬ বাংলাদেশি-রোহিঙ্গা জেলেকে আবারো অপহরণ

নোয়াখালীতে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি