১৯ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামে এক কর্মশালায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ বলেন, পিপিআর ২০২৫ এর আওতায় সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)-এর ব্যবহার বাধ্যতামূলক।
তবে দেশের বিভিন্ন এলাকায় যে-সব ক্রয়কারীর এখনও তথ্য প্রযুক্তি উপকরণ ও ই-জিপি ব্যবহারে দক্ষতা ও লোকবলের ঘাটতি রয়েছে, তাদেরকে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যানুয়াল দরপত্র করার জন্য বিপিপিএ-এর অনুমতি নিতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিপিপিএ এ কর্মশালার আয়োজন করে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইএমইডি-এর বিপিপিএ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিম্যাপ) -এর একটি অন্যতম কার্যক্রম হিসেবে সরকারি ক্রয়ে আচরণ পরিবর্তন যোগাযোগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এ কার্যক্রমের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫), ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি), বিপিপিএ-এর কার্যাবলি এবং টেকসই সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে অংশীজন ও জনসাধারণের মধ্যে সচেতনতা ও উৎসাহ বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলায় সরকারি ক্রয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রয়কারী সংস্থা ও দরপত্র-দাতাদের নিয়ে ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ কার্যক্রম বাস্তবায়নে বিপিপিএ-এর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কর্মশালাটির ব্যবস্থাপনা করেছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কর্মশালায় সভাপতিত্ব করেন। চট্টগ্রামের বিভিন্ন ক্রয়কারী কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ ও দরদাতাগণের সমন্বয়ে মোট ৬৪ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) ও জাতীয় ক্রয় প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম, পিপিআর, ২০২৫ বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) জনাব মোহাম্মদ আলী আহম্মেদ খাঁন কর্মশালায় উপস্থিত ছিলেন।
একই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় সরকারি ক্রয় প্রক্রিয়ায় যুক্ত ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের নিয়ে দুপুর ০৩:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত হাটহাজারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে আরেকটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন কর্মশালায় সভাপতিত্ব করেন।