হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ১ লাখ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় ১ লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক  নারী মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার রাত ১১ টায় আনোয়ারা উপজেলার রায়পুর পরুয়াপাড়া এলাকা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ও নারী ব্যবসায়ীকে আটক করা হয়। 

এসময় আটক নারীর স্বামী আনোয়ার মাঝিসহ পরিবারের  অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক ইয়াবা ও নারী ব্যবসায়ীকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

জানা যায়, চট্টগ্রাম   র্যাব-৭  গোপন সংবাদ পায় আনোয়ারা  উপজেলার রায়পুর  ইউনিয়নের পরুয়াপাড়া এলাকায় আনোয়ার মাঝির বাড়ীর   একটি বসত ঘরে বিপুল পরিমন ইয়াবা মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই বৃহস্পতিবার রাত ১১ টায় র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান চালায়।

এসময়  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েক জন  দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মনোয়ারা বেগম কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে  আটককৃত আসামীর স্বীকারোক্তি  মতে  বসত ঘরের বারান্দায় খাটের নিচ হতে ১টি নীল ও কালো রংয়ের ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০ টি  কার্টে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও প্রতিবেশীরা  জানায়, সে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

আনোয়ারা  থানার অফিসার  ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মনির  হোসেন বলেন, র্যাব এক লাখ পিস ইয়াবাসহ  এক নারী মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর  করেছে। প্রয়োজনীয়  আইনানুগ  প্রক্রিয়া  শেষে  তাকে জেলহাজতে  পাঠানো হয়েছে।

রামগঞ্জে এনসিপিকে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জুনায়েদের খেজুরগাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

রায়পুরের এক জেলের লাশ হিজলায় উদ্ধার

রামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে