হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন বাক্স ছিনতাই করতে না পারে

বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

প্রথমে নিজের ঘর, তারপর নিজের বাড়ি, এরপর পাশের বাড়িতে ভোট চাইবেন। ভোটের দিন ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দেবেন, যাতে কেউ ভোটের বাক্স ছিনতাই করতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন।

শনিবার মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সবাই এই দেশের নাগরিক। কেউ নিরাপত্তাহীনতায় বা ভয়ে থাকবেন না। আপনাদের বলা হয়েছিল একটি দল ক্ষমতায় না থাকলে আপনারা দেশে থাকতে পারবেন না। কিন্তু বাস্তবে আপনারা দেশে শান্তিতে আছেন, আর তারা পালিয়ে গেছে। আমরা ক্ষমতায় না থেকেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ক্ষমতায় এলে আগের মতোই থাকব। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন।”

জামায়াতকে ইঙ্গিত করে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ। তিনি বান্দার ভাগ্য নির্ধারণ করবেন। অথচ কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ঈমান নিয়ে ব্যবসা করছে। এটা শিরকের শামিল। তাই সবাইকে সচেতন থাকতে হবে, যেন কেউ ঈমান বিক্রি করতে না পারে।”

দুর্গাপুর ইউনিয়নে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মাস্টার, সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার, নাজিম উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা অধ্যাপক ছলিম নিজামী, সামছুদ্দৌহা মামুন মিরসরাই পৌরসভায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বিএনপি নেতা তাহের আহমদ, পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন প্রমুখ।

টেকনাফকে পর্যটনবান্ধব শহর ও বন্দর করিডোর চালুর আশ্বাস আনোয়ারীর

চৌদ্দগ্রামে বাকবিতণ্ডার জেরে জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ১০

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

হাসনাতকে ১৪ লাখ টাকা দিলো এসএসসি ব্যাচের বন্ধুরা

ময়মনসিংহ-১১ আসনের এমপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের দিন: সৈয়দ আবদাল আহমদ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়: শিবির সভাপতি