বেড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালুই হবে অগ্রাধিকার
কুতুবদিয়ায় ড. হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনজীবন ও অর্থনীতির টেকসই উন্নয়নে বেড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালুই হবে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার।
শনিবার কুতুবদিয়া উপজেলার বড় ঘোপ ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। পাশাপাশি কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন,“বেড়িবাঁধ সংস্কার মানে শুধু উপকূল রক্ষা নয়, এটি মানুষের জীবন, সম্পদ ও জীবিকার সুরক্ষা। আর ফেরিঘাট চালু হলে যোগাযোগ সহজ হবে, অর্থনীতি চাঙ্গা হবে এবং এই অঞ্চলের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।”
নির্বাচন প্রসঙ্গে ড. হামিদুর রহমান আযাদ বলেন, পতিত স্বৈরাচার এবং তাদের মদদপুষ্ট আধিপত্যবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গোটা দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। রাজনৈতিক দলসহ সকল স্টেকহোল্ডার নির্বাচনের প্রস্তুতিতে তৎপর রয়েছে।
তিনি আরও বলেন,“এই অবস্থায় যদি নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে দেশ ও দেশের মানুষ তা প্রতিহত করবে।”
ড. হামিদুর রহমান আযাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, সময়মতো নির্বাচন না হলে দেশে আবারও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে গণতন্ত্র ব্যাহত হবে এবং অতীতের স্বৈরতন্ত্র ও কর্তৃত্ববাদ পুনরায় ফিরে আসার আশঙ্কা রয়েছে।
এ জন্য সরকার, জনগণ এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির আ স ম শাহরিয়ার চৌধুরী, বড় ঘোপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন আহমেদ নূর।