হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই শহীদদের স্মরণ রাখতে গণভোটে হ্যাঁ দিন: আদিলুর রহমান

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ।

অন্তর্বর্তীকালিন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অগ্নিঝরা জুলাইয়ের ৩৬টি দিনে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের কথা মনে রেখে উৎসবমুখর পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ দিন, টিক চিহ্নে সিল দিন।

বৃহস্পতিবার বিকালে নগরীর জেলা স্টেডিয়ামে ইমাম সম্মেলন শেষে ‘ভোটের গাড়ি’ ক্যারাভ্যান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে তাতে আপনারা গণভোটে হ্যাঁ দিয়ে বাংলাদেশকে বদলে দিতে হবে। এর মধ্যে দিয়ে শত বছরের বাংলাদেশ তৈরির পথ সৃষ্টি হবে। গত ১৬ বছর বাংলাদেশ একটি ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে গেছে।

দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্র-জনতা অনেকে অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছেন। সকল জুলুম উপেক্ষা করে আবাবিল পাখির মতো জুলাই মাসে ছাত্ররা রাস্তায় নেমে আসে।

সারাদেশের শ্রমজীবী, ভাই-বোনেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে নেমে আসে রাজপথে। তখন কিন্তু দেশের পরিবর্তন হয়েছে। ৩৬ জুলাইয়ের ঘটনা বাংলাদেশ বদলে দিয়েছে। আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর অংশগ্রহণে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাইয়ের সনদকে প্রতিষ্ঠিত করতে এই গণভোট।

তিনি আরো বলেন, গত ১৬ বছর ভোট দিতে পারেনি দেশের জনগণ। দেশে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ বন্দি ছিল কারাগারে। এই অবস্থা যেন আর না হয়। দেশে যেন আর কেউ বিচার বহির্ভূত হত্যাকণ্ডের শিকার না হয়। যেন রাজনৈতিক কর্মীরা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা নিপীড়নের শিকার না হয়। সেই জন্যই সবার প্রতি আহ্বান জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশপাশি গণভোটে হ্যাঁ দিয়ে শত বছরের বাংলাদেশ তৈরির পথ করে দেবেন।

আদিলুর রহমান খান বলেন, ১২ ফেব্রুয়ারি শহীদদের কথা মনে রেখে পরিবারের সদস্যদের নিয়ে গণভোটে হ্যাঁ ভোট দিন। যে জুলাই নতুন বাংলাদেশের সূচনা করেছে, সেই বাংলাদেশকে পরিবর্তন করতে গণভোট হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

জুলাই বিপ্লবে শহীদ রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিধি ভেঙে আগাম প্রচারণা, ফেনী–৩ আসনে বিএনপি নেতার জরিমানা

পটিয়ায় সৈনিক লীগের সেক্রেটারী গ্রেপ্তার

কক্সবাজার বেড়াতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা

পোস্টাল ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে: আমির খসরু

পা ধরে সালাম করে হওয়া রাষ্ট্রপতি পেতে না চাইলে গণভোটে হ্যাঁ দিন

যে কারণে জমিয়তের জুনায়েদ হাবিবকে প্রার্থী করলেন তারেক রহমান

হিসাব সহকারীর ভাইকে সভাপতি বানাতে স্বাক্ষর জাল করার অভিযোগ

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ৪০০ কোটি টাকা ঋণখেলাপের তথ্য গোপনের অভিযোগ

বিচারক ছাড়াই চলছে সন্দ্বীপ আদালত, দ্বীপবাসীর সীমাহীন ভোগান্তি