হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘কার্যত তিনি জামায়াতের প্রোডাক্ট’

নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনে কাফন মিছিল

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছে দলের একাংশের নেতাকর্মী সমর্থকগণ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মী সমর্থকগণ এ কর্মসূচি পালন করে।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এই আসনে দলের অপর প্রভাবশালী মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটিরসহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণার পর এই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আবেদের অনুসারীগণ কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ মশাল মিছিল করে আসছেন।

সাবেক ছাত্রনেতা আবেদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে তার অনুসারীরা বুধবার বিকেলে উপজেলা কবিরহাট সরকারি কলেজের সামনের সড়কে ও জিরো পয়েন্টে জড়ো হন। এরপর কাফনের কাপড় পরে বাজারের প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে শাপলা চত্বরে এসে বিক্ষোভ শেষ করে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীকে বয়কট করে আবেদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, এ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলাম হৃদয়ে বিএনপিকে ধারণ করেন না। তিনি ছদ্মবেশে বিএনপির রূপ ধারণ করেছেন। ‘কার্যত তিনি জামায়াতের প্রোডাক্ট।’ তার কার্যকলাপ, আচার-আচরণ ও জামায়াত প্রীতি। সম্প্রতি তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি জামাত শিবির করতেন বলে এটি স্বীকার করেন। তিনি নিজের অপকর্ম ঢাকতে গিয়ে ওই সংবাদ সম্মেলনে বিএনপি'র অনেক কেন্দ্রীয় ও শীর্ষ নেতৃবৃন্দকে কটূক্তি ও হেয় প্রতিপন্ন করেছেন। সংগত কারণে স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন হয়ে তিনি কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার নেতাকর্মীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। যদি ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করা না হয়, তবে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেব। আগামীতে গণস্বাক্ষর কর্মসূচি দেব, তারপরেও যদি বিএনপির হাই কমান্ডের টনক না নড়ে তবে আমরা গণহারে পদত্যাগ করব।

কবিরহাট পৌরসভা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু বাহার, কবিরহাট পৌরসভা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু হানিফ, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসান, কবিরহাট পৌরসভা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, কবিরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ।্

নেতাকর্মীরা

এ বিষয়ে নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়া ফখরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক দেশ, বিএনপি অনেক বড় দল। গণতান্ত্রিক দলে প্রত্যেক মানুষ তাদের মত প্রকাশের অধিকার রাখে।

চট্টগ্রাম-১ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে তারেক রহমানকে ১১ নেতার চিঠি

রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট আটকে থাকল ফ্লাইট

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়ন বঞ্চিত সাত নেতা এক মঞ্চে

সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক

হাত তুলে বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

একইস্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাবাজ রশিদের আবারো মামলা

সিএমপিতে নয় মাসে ১১২ অস্ত্রধারী গ্রেপ্তার

হত্যার আগেই সম্ভাব্য ১১ খুনির নামে ভিডিও

ট্রলারসহ ১৬ বাংলাদেশি-রোহিঙ্গা জেলেকে আবারো অপহরণ