হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দেশ গঠনের রূপরেখা উপস্থাপন করবেন তারেক রহমান

বিএনপি কার্যালয় উদ্বোধনকালে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে আসছেন। চট্টগ্রামবাসীর সঙ্গে সেই পরিকল্পনা ভাগ করে নেবেন এবং দেশের নতুন রূপরেখা উপস্থাপন করবেন তিনি।

শনিবার বিকেলে সীতাকুণ্ড পৌরসভা সদরে বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার ইতিহাস শুধু রাজনৈতিক দমন-পীড়নের নয়, বরং কারাগারে মৃত্যুবরণ করা নেতাকর্মীদের করুণ ঘটনাও অন্তর্ভুক্ত।

বাংলাদেশের রাজনীতিতে ভোটাধিকার হারানো কেবল পরিসংখ্যানের বিষয় নয়, বরং এটি ইতিহাসের সঙ্গে জড়িত একটি বেদনাদায়ক অধ্যায়, যা রক্ত, কারাবরণ, নিপীড়ন ও মৃত্যুর স্মৃতিতে ভরা। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এই সত্যকে ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে তুলে ধরেন।

তিনি বলেন, এই অঞ্চলের নেতাকর্মীদের কারাগারে মৃত্যুবরণ করতে দেখেছি। কঠিন বাস্তবতার মধ্য দিয়েই আজ জনগণের সামনে দাঁড়াতে পেরেছি।

বক্তব্যে তিনি বিএনপির নেতৃত্বদানকারী পরিবারের সাম্প্রতিক শোকের কথাও উল্লেখ করেন। আসলাম চৌধুরী বলেন, গত বছরটি দলের জন্য অত্যন্ত দুঃখের ছিল। বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপি শুধু একজন জনপ্রিয় নেত্রীকে হারায়নি, হারিয়েছে একটি ঐতিহাসিক অভিভাবকত্ব ও দীর্ঘ সংগ্রামের প্রতীককে। এই শূন্যতা জাতীয় রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছে।

হাতিয়ায় এনসিপিতে যোগ দিলেন বিএনপির সাবেক নেতাকর্মী

নিখোঁজের ৮দিন পর কলেজ ছাত্রের লাশ মিলল ট্যাংকিতে, আটক ১

দুর্নীতি ও চাঁদাবাজি করবো না কাউকে করতেও দেবো না

এনসিপি প্রার্থীকে আসন দিলেও জামায়াতের নাসেরকে ছাড়তে পারছে না সমর্থকরা

চাঁদপুরে শ্রমিক লীগ নেতা শামীম গ্রেপ্তার

তারেক রহমানকে যে বার্তা দিতে চান ফেনীর জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা

চকরিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি পালন

রোববার কুমিল্লা ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

নৌবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই: মিন্টু