হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক খোঁড়াখুঁড়ি করেই পলাতক ঠিকাদার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ‘হযরত আবদুস সমদ শাহ সড়ক’ খোঁড়াখুঁড়ি করেই পলাতক রয়েছেন ঠিকাদার। যার ফলে দুই বছর ধরে ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের ১০ হাজার মানুষ।

উপজেলা প্রকৌশলী মো. জাহেদু আলম জানান, ঐ ঠিকাদারকে বারবার বলার পরও কাজ করতেছে না। আমরা তার কাজটি বাতিল করার জন্য চিঠি দিয়েছি। কাজটি অন্য ঠিকাদারকে দিয়ে করানো হবে।

জানা যায়, ২০২৩ সালে রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সরেঙ্গা হযরত আবদুস সমদ শাহ সড়ক সংস্কারের টেন্ডার আহ্বান করা হয়। অন্যান্য প্রক্রিয়া শেষে স্থানীয় ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিমকে কার্যাদেশ দেওয়া হয়। ২ হাজার ৮৮ মিটার দৈর্ঘ্যের এ সড়কের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে ৮৫০ মিটার কার্পেটিং কাজ শেষ করেন ঠিকাদার। আর ১ হাজার ২৩৮ মিটার খনন করে বিভিন্ন সমস্যা দেখিয়ে কাজ বন্ধ রেখেছেন।

সরেজমিন দেখা যায়, ১ হাজার ২৩৮ মিটার রাস্তার মাটি খুঁড়ে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে কাদাপানিতে একাকার হয়ে গেছে। সেই হাঁটু সমান কাদা আর পানি মাড়িয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের মাত্রা যেন আরও বেড়েছে।

জানতে চাইলে ঠিকাদার মো. ইব্রাহিম বলেন, বৃষ্টির কারণে কাজ করতে পারছি না। তবে শিগগিরই কাজ শুরু করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বর্ষায় জনদুর্ভোগ খুবই কষ্টের, এ সড়কের কাজ দ্রুত শেষ করতে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছ। প্রয়োজনে এই ঠিকাদারের কাজ বাতিল করে অন্য ঠিকাদার দিয়ে করানো হবে।

রামগঞ্জে এনসিপিকে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জুনায়েদের খেজুর গাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

রায়পুরের এক জেলের লাশ হিজলায় উদ্ধার

রামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে