হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ কোটি টাকার ‘আইস’ ও অস্ত্র উদ্ধার, দুইজন গ্রেপ্তার

টেকনাফে নৌবাহীনির বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

নৌবাহীনির অভিযানে অস্ত্র ও ‘আইস’সহ আটককৃত জুনায়েদ ওরফে মুন্না ও তার সহযোগী হামিদুল্লাহ। ছবি: আমার দেশ।

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সময়ে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। নৌবাহিনীর মিডিয়া সেল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে।

নৌবাহিনী বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নৌবাহিনীর টেকনাফ কনটিনজেন্ট এই অভিযান চালিয়েছে।

অভিযানে আটক হওয়া দুইজন হলেন টেকনাফের নাইট্যং পাড়ার জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদ উল্লাহ।

নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় তার নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত অভিযানিক দল তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে ওই বাড়ি ও একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের এক হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়াকিটকি, ৮টি দেশীয় অস্ত্র ও ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

আটক দুই ব্যক্তি নৌবাহিনীকে জানিয়েছে, উদ্ধার করা মাদক, অস্ত্র ও গোলা রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য বাসায় মজুদ করে রাখা হয়েছিল।

অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে অন্তত ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

চকরিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি পালন

রোববার কুমিল্লা ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

নৌবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই: মিন্টু

র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি প্রকাশ্যে, তবু তাকে খুঁজে পাচ্ছে না প্রশাসন

পতিত স্বৈরাচার ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে

তারেক রহমানের আগমন ঘিরে দাউদকান্দিতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

কক্সবাজারে একাধিক মেগা প্রকল্প হলেও সুফল স্পষ্ট নয়

মাদকসেবীদের হামলায় কলেজছাত্র নিহত, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে ১০ লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বিএনপির