হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে শিশুর লাশ উদ্ধার, ইয়াবাসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুটি ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার ও বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বরইতলি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মো. শোহিল (৮) নামে এক রোহিঙ্গা শিশু। সে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের পুত্র।

স্থানীয় রোহিঙ্গা ভলেন্টিয়ারদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে খাল থেকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিন রোহিঙ্গা ক্যাম্প-০৯-এর ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে ৮ এপিবিএন (সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মো. আয়াস ১১ নম্বর ক্যাম্পের ফারুখ আহমদের পুত্র। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে এপিবিএন পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আলাদা দুটি ঘটনা ঘটেছে। একটিতে খালে ডুবে শিশুর মৃত্যু হয়েছে, অন্যটিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

বাঁশখালীর ৩১ জেলে হত্যায় জড়িতদের বিচার দাবি আশিকের

১৭ দিন পর এবার রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলকর্মী নিহত

ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ চাইলেন ছাত্রশিবির সেক্রেটারি

পানছড়িতে টাকা হলে মিলে বয়স্ক ও বিধবা ভাতা

সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরেই গণভোট চায় জামায়াত

সীমান্তে ভারতীয় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল জব্দ

মতলবে চার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন মা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত

সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান