হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভবনের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটানিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ৪টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের নাইটগার্ড টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, রিটার্নিং অফিসারের অফিস , সকল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, সকল নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারের আদেশ

পতিত জমি দখল নিয়ে আ.লীগ–বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ৫ জন আহত

শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগ

রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন