হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির ব্যানার টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

উপজেলা প্রতিনিধি, টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিএনপির দলীয় ব্যানার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানার টানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, ‘কারেন্টে শর্ট খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি, কিন্তু ভাগ্নেকে আর জীবিত পাইনি।’

এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, ‘আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা এখনো নিশ্চিত নই।’

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তরুণ বয়সেই প্রাণ হারানো ফয়সাল ছিলেন হাসিখুশি ও পরিশ্রমী এক যুবক। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু

শত বছরের পুরোনো রাস্তা খুলে দেওয়ার দাবি

নরসিংদীতে ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুতার গোডাউনের আগুন

ভাঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মনোনয়নবঞ্চিত নেতাদের ক্ষোভে পুড়ছে বিএনপি

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ: সাকি

শরীয়তপুরে এনসিপির ৬৫ সদস্যের কমিটি ঘোষণা

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

মুক্তিযুদ্ধর চেতনার নামে কি না করেছে তারা, জনগণ সব ছুড়ে ফেলেছে