গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় ‘শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনিতে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে কারখানা কর্তৃপক্ষ।
সোমবার সকালে টঙ্গী ফাইসন্স রোড এলাকার ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে রেশমা (৩৫), শিল্পী (১৯), শাহীনা (৩০), রোজিনা ( ৩৩), নাছিমা (৪৫), ফুলি (৩০), সুমাইয়া (১৯), আফছানা (২৫), শাহীনা (৩৫), পারভীন (৩৯), লাবনী ২৫), শ্যামলী (৩২), শিফা ১৮), শিল্পী (২৫), সুইটি (৫০), মালেকা (২০), রোজিনা (২৫), মুক্তা (৩৮), মাহাবুব (৩০), আলেয়া (৪৫), আব্দুর রশিদ (৭০), যমুনা (১৮), ফেরদৌসি (৩৫), সুরুজ মিয়াসহ অর্ধশতাধিক শ্রমিককে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ২১ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করেন তারা। সকাল ৯টার দিকে হঠাৎ করে কারখানায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকে শ্রমিেরা ক্রমাগত শ্বাসকষ্ট ও বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। কারো কারো খিঁচুনি শুরু হয়। খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কারখানাটির বিভিন্ন ফ্লোরে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
এ ব্যাপারে ড্রেসম্যান কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রিপন বলেন, ‘শ্রমিকেরা কী কারণে অসুস্থ হয়ে পড়েছে বলতে পারছি না। তবে আজকের মতো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন বলেন, হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিক শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক প্যানিক অ্যাটাকও হয়েছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে বমি ও খিঁচুনি হওয়ার কথাও জানিয়েছেন।
এ বিষয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন এমন ঘটনা ঘটছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটি আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।