হোম > সারা দেশ > ঢাকা

মেজর আখতারের ছেলে খেলাফত মজলিস, ভাই স্বতন্ত্র প্রার্থী

কিশোরগঞ্জ-২

মাসুম পাঠান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ত্রিমুখী অবস্থানে রয়েছেন বাবা, ছেলে ও ভাই। জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকারী বিএনপির সাবেক নেতা ও দুবারের এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। এছাড়া তার ছোট ভাই বিএনপির সাবেক এমপি আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে আখতারুজ্জামান জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের জন্য সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনা করছেন। একই পরিবারের তিন সদস্য তিন মেরুতে অবস্থান করায় নির্বাচনি আসনটি এখন সর্বমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ব্যতিক্রমী রাজনৈতিক বাস্তবতায় সাধারণ ভোটারদের মধ্যে বিষয়টি ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। তারা বলেছেন, পরিবারের তিন সদস্য তিনটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, যা স্থানীয় রাজনীতিতে বিরল ঘটনা।

বিএনপি থেকে দুবার সংসদ সদস্য হওয়া আখতারুজ্জামান রঞ্জন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর তার এই দলবদল কিশোরগঞ্জ-২ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে আখতারুজ্জামানের ছোট ভাই সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন। স্থানীয় পর্যায়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ ভোটের সমীকরণ আরো জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আখতারুজ্জামনের ছেলে শাহরিয়ার জামান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

ভোটাররা বিষয়টিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। কেউ এটিকে রাজনৈতিক স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ একে পারিবারিক বিভাজনের প্রতিফলন বলেও মন্তব্য করছেন।

স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান খোকন জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি ময়মনসিংহ-১৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। পরে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই। তবে দীর্ঘ ৪০ বছরেও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করিনি। আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ ও ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেব নির্বাচন করছি। আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান আমার ১২ বছর পর বিএনপিতে এসে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমি নিজে যুদ্ধ করেছি, প্রকৃত ইতিহাস আমি জানি।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহরিয়ার জামান জানান, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমি কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছি। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব। চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত, তিনি নির্বাচন করতেই পারেন। একই পরিবারের দুই প্রার্থী, সেটাকে সমস্যা হিসেবে দেখছি না। ভোটাররা যার পক্ষে রায় দেবেন, সেটা মেনে নেব।

অন্যদিকে বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া আখতারুজ্জামান জানান, গণতান্ত্রিক দেশ হিসেবে যে কেউ নির্বাচন করতে পারে। সে হিসেবে আমার ছেলে ও ভাই নির্বাচন করছে, এতে দোষের কিছু নেই। জামায়াতের সঙ্গে যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিসের জোট হচ্ছে, ছেলে হয়তো প্রার্থিতা প্রত্যাহার করবে। তবে ভাইয়ের বিষয়ে কিছু বলতে পারি না। গণতান্ত্রিকভাবে নির্বাচন করতে পারে।

বিদ্রোহীর চাপে বিএনপি, সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত

যৌথ বাহিনীর অভিযানে বিপুল ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

স্টুডেন্ট লোন চালু ও ব্যাংক ঋণের জটিলতা দূর করা হবে

বিএনপি প্রার্থীর সঙ্গে লড়ছেন দুই বিদ্রোহী, সুযোগ নিতে চায় ১০ দলীয় জোট

যুবলীগ নেতার বাড়ি থেকে ঘোড়া ও জবাই করা ঘোড়ার মাংস জব্দ

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স নিয়ে বিরোধ থেকে ইমাম বরখাস্ত ও পুনর্নিয়োগ

ধামরাইয়ের ঘটনায় ধর্ষণ নয় ছিনতাইয়ের মামলা, গ্রেপ্তার ৪

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অস্ত্র তৈরির কারখানায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

থানার সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার