হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একদল দুর্বৃত্ত অফিসের আসবাবপত্র, সিসি ক্যামেরা এবং বাইরে রাখা যানবাহন ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফতুল্লার শিবুমার্কেট কায়েমপুর বটতলা এলাকায় এবিসি স্কুলের পাশে একটি ভবনে এই ঘটনা ঘটে। অফিসটি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীনের ব্যক্তিগত অফিস হিসেবেই পরিচিত।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুব আইল এলাকার রবিনের সাথে এস কে শাহীনের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে রবিনের নেতৃত্বে মিঠু, কিস্তি ওয়াসিম, খান, বাপ্পি, রোহান, সোহেল ও মুন্নার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রাতে দেশীয় অস্ত্র নিয়ে ওই কার্যালয়ে হামলা চালায়। অফিসটি তখন তালাবদ্ধ ছিল। হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ফিরে আসার সময় কয়েক রাউন্ড গুলিও করে। এ সময় অফিসের সামনে রাখা তিন থেকে চারটি ওষুধবাহী পিকআপ ও একটি সিএনজি অটোরিকশাও ভাঙচুর করে। হামলাকারীরা মাথা ও মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল।

এস কে শাহীনের অভিযোগ, সন্ত্রাসীরা বিএনপি থেকে বহিষ্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। আর আমি বিএনপি জোট প্রার্থীর হয়ে প্রচারণা চালাচ্ছি। এ কারনেই তারা আমার অফিসে হামলা করে। অফিসের টেবিলের ড্রয়ার ভেঙ্গে টাকাও নিয়ে যায়।

তবে এলাকাবাসীর অভিযোগ, গণ অভ্যুত্থানের পর শিবুমার্কেট কায়েমপুর বটতলা এলাকায় এসকে শাহীন চাঁদাবাজি, জমি দখল এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ শুরু করে। এনিয়ে কুতুব আইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মো. রবিনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এসকে শাহীন অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ককটেল ফাটিয়ে ও গুলি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

নির্বাচনি প্রচারে সংসদ প্রার্থীর ৯ ভাইয়ের যৌথ পরিবার

নরসিংদীতে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

রাজৈরে ‘দেশি মদ পানের পর’ অনিমেষ বালার মৃত্যু

ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবারো গণতন্ত্রের পথে ফিরবে: মঈন খান

গণসংযোগে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিদ্রোহীর চাপে বিএনপি, সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত