মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সদস্য আল আমীন মোল্লাকে গ্রেপ্তার করেছে যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। ভারতে যাওয়ার সময় শুক্রবার (গতকাল) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গ্রেপ্তারকৃত আল-আমীন মোল্লা রাজৈর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, আল-আমীন মোল্লা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
রাজৈর থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আল-আমীন মোল্লাকে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে। তাকে রাজৈর থানায় নিয়ে আসার জন্য একটি টিম পাঠানো হয়েছে। রাজৈর থানায় তার নামে দুটি মামলায় এজাহারভুক্ত আসামি রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।