হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানের উপহার পাওয়া সেই দৃষ্টিপ্রতিবন্ধীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে রাখা প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

একই সময় দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালায়। সেখানে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বের ব্যবসায়িক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে ও ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভীর মাধ্যমে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ঋণের চাপে অটোচালকের আত্মহত্যা

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমি দখলের অভিযোগ

মেজর আখতারের হাত ধরে আরো শতাধিক লোকের জামায়াতে যোগদান

সাবেক এমপি প্রার্থী আ.লীগ নেতা আল আমিন মোল্লা গ্রেপ্তার

গাজীপুর-১ আসনের লেবার পার্টির প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদকে লাঞ্ছিতের অভিযোগ

ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর খেলাফত মজলিসে যোগদান

দুপক্ষের হাতাহাতি থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর ভোটের গাড়ী ‘ক্যারাভান’র উদ্বোধন

খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা