হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কারের সাথে নগদ অর্থ বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আসাদুজ্জামান নূর জানান, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনি প্রচার চালান। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭(ক) বিধি অনুযায়ী উপস্থিত প্রতিনিধিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, দুপুরে টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমী পুরস্কার তুলে দিচ্ছেন। এ সময় তার হাতে নগদ অর্থ দেখা যায়, সে টাকা তিনি প্রত্যেক বিজয়ীকে পুরস্কারের নিচে লুকিয়ে দিচ্ছেন।

টাকা বিতরণ প্রসঙ্গে মনির হোসাইন কাসেমী বলেন, স্কুল কর্তৃপক্ষ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি নগদ অর্থ রেখেছিল। আমি প্রধান অতিথি হিসেবে সেই ট্রফি ও নগদ অর্থ বিজয়ীদের হাতে তুলে দিয়েছি। যদি ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণ করতাম, সেটা নিশ্চই প্রকাশ্যে হাজারো মানুষের সামনে কিংবা সাংবাদিকদের সামনে দিতাম না। এটা খন্ডিত এটা ক্লিপ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমি দখলের অভিযোগ

মেজর আখতারের হাত ধরে আরো শতাধিক লোকের জামায়াতে যোগদান

সাবেক এমপি প্রার্থী আ.লীগ নেতা আল আমিন মোল্লা গ্রেপ্তার

গাজীপুর-১ আসনের লেবার পার্টির প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদকে লাঞ্ছিতের অভিযোগ

ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর খেলাফত মজলিসে যোগদান

তারেক রহমানের উপহার পাওয়া সেই দৃষ্টিপ্রতিবন্ধীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তার ১

দুপক্ষের হাতাহাতি থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর ভোটের গাড়ী ‘ক্যারাভান’র উদ্বোধন

খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা