মাদারীপুরের রাজৈর উপজেলায় দেশি মদ পান করে অনিমেষ বালা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কদমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অনিমেষ বালা পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শ্রীফলদি গ্রামের অসীম বালার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সরস্বতী পূজা উপলক্ষে অনিমেষ কদমবাড়ীতে বেড়াতে আসে। রাতে গনেশ পাগল সেবাশ্রমের মাঠে বসে সে দেশীয়ভাবে তৈরি চোলাই মদ পান করে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে কদমবাড়ী বাজারের মানিকের ভ্যান গ্যারেজে শুইয়ে রাখে।
শনিবার সারাদিন অবস্থার কোনো উন্নতি না হলে রাতে তাকে স্থানীয় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অনিমেষকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কদমবাড়ীতে এ ধরনের ঘটনা নতুন নয়। কিছুদিন আগে পাচু নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এলাকায় ব্যাপকভাবে দেশি মদ তৈরি হয় এবং তা পান করতে দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে আসে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দেশি মদ পান করে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।