হোম > সারা দেশ > ঢাকা

ডিবি পরিচয়ে বাসে ডাকাতি, গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকায় যাত্রীবাহী বাসে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আরিফুল হক সোহান (৩৪), হৃদয় আহম্মেদ (২৬), সজীব ইসলাম (৩০) ও আমির হোসেন সরদার (৫০)।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে ফতুল্লার ভূঁইঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ভোরে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী জেএস ট্রাভেলসের একটি বাস ভুঁইঘর পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে চার ব্যক্তি বাস থামিয়ে নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। এ সময় যাত্রীদের অস্ত্রের মুখে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী আফরোজা আক্তার এনি ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, আরিফুল, হৃদয় ও সজীব ডিবি পুলিশ সেজে যাত্রীদের ভয় দেখায়, মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। পরে লুণ্ঠিত ফোনগুলো স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ী আমির হোসেনের কাছে বিক্রি করে। আমির ওই চোরাই ফোনের একটি শিল্পী বেগম নামে এক নারীর কাছে বিক্রি করলে পুলিশ সেটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে বিভিন্ন রুটে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

এনসিপির সমাবেশে সহিংসতার মামলায় সাংবাদিক বুলু কারাগারে

শরীয়তপুরকে ঢাকায় রাখতে ‘জাগো শরীয়তপুর’ এর স্মারকলিপি

টাঙ্গাইলে ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশুপার্কের যাত্রা শুরু

টঙ্গীতে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা, গায়ে লবণ ঢেলে উল্লাস

একবছর বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক, বেতন তোলেন নিয়মিত!

গোয়ালন্দে মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ১

আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না: মামুন মাহমুদ

মাদারীপুরে আলোচিত দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড