হোম > সারা দেশ > ঢাকা

ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর খেলাফত মজলিসে যোগদান

উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর

ফরিদপুরের সালথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।

শনিবার বিকেলে ভাওয়াল ইউনিয়ন ১০ দলীয় জোটের আয়োজনে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনি কর্মী সভায় আল্লামা শাহ আকরাম আলীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন নেতাকর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের। এছাড়া আরও শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরকে তারা নিজ এলাকার পীর সাহেব হিসেবে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করেন।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর মনে করেছেন। এ কারণেই তারা ইসলামী আন্দোলন ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। তারা জানান, এখন থেকে তারা ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে রিকশা মার্কা নিয়ে মাঠে কাজ করবেন।

সভায় ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল ইসলাম প্রমুখ।

ঋণের চাপে অটোচালকের আত্মহত্যা

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমি দখলের অভিযোগ

মেজর আখতারের হাত ধরে আরো শতাধিক লোকের জামায়াতে যোগদান

সাবেক এমপি প্রার্থী আ.লীগ নেতা আল আমিন মোল্লা গ্রেপ্তার

গাজীপুর-১ আসনের লেবার পার্টির প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদকে লাঞ্ছিতের অভিযোগ

তারেক রহমানের উপহার পাওয়া সেই দৃষ্টিপ্রতিবন্ধীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তার ১

দুপক্ষের হাতাহাতি থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর ভোটের গাড়ী ‘ক্যারাভান’র উদ্বোধন

খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা