হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাহাত চৌধুরী (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি, ২০২৬) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রাহাত চৌধুরী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে সে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিণপাড়া মুন্সীবাড়ির সামনে পকেটে ওয়াকিটকি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল রাহাত। তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে পরিচয় জিজ্ঞেস করেন। এ সময় রাহাত নিজেকে সেনাবাহিনীর সদস্য এবং গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত বলে দাবি করে। তবে কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। তল্লাশিকালে তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত স্বীকার করেছে যে সে গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করে এবং বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ককটেল ফাটিয়ে ও গুলি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

নির্বাচনি প্রচারে সংসদ প্রার্থীর ৯ ভাইয়ের যৌথ পরিবার

নরসিংদীতে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

রাজৈরে ‘দেশি মদ পানের পর’ অনিমেষ বালার মৃত্যু

ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবারো গণতন্ত্রের পথে ফিরবে: মঈন খান

গণসংযোগে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিদ্রোহীর চাপে বিএনপি, সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত

যৌথ বাহিনীর অভিযানে বিপুল ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার