চুয়াডাঙ্গা শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে দুর্ভোগ। তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হার কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
গত ১১ ই নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। আবহাওয়া আরো কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাকারের পর্যবেক্ষণগণ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর তিন ঘণ্টা পর সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময়ে বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় তাপমাত্রা ১ দিনের ব্যবধানে আরো প্রায় ২ ডিগ্রি কমেছে। চুয়াডাঙ্গা শান্তি পাড়ার পথচারী রফিকুর রহমান বলেন,কয়েকদিন ধরে শীত বেশি পড়ছে। শীতের দাপটের কারণে দিনমজুরদের কাজ মিলছে না। কাজের সন্ধানে এসে অনেকে কাজ না পেয়ে ফিরে যায়।
রিকশাচালক আবুল কাশেম বলেন, সকালে শীতের কারণে শহরের লোকজন নেই। শীতে সকালে কেউ বের হচ্ছে না। এতে রিকসায় যাত্রী পাচ্ছি না। এমন চলতে থাকলে আমাদের দুর্ভোগ বাড়তে থাকবে।
অপরদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।
এছাড়াও গ্রাম গঞ্জে শীতের পোশাকের অভাবে আগুন পোহাতে হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।