হোম > সারা দেশ > খুলনা

যশোরে আমির হামজার বিরুদ্ধে কৃষকদল নেতার মামলা

স্টাফ রিপোর্টার, যশোর

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযোগ আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি করেন। বাদী পক্ষের আইনজীবী এমএ গফুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি। বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।

বাদীর দাবি, ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর। গত ১৭ জানুয়ারি জেলা বিএনপির অফিসে অবস্থানকালে তিনি অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখতে পান। বক্তব্যটি শুনে তিনি গভীরভাবে হতবাক ও মর্মাহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।

দুর্নীতিমুক্ত সমাজ, অর্থনীতি জামায়াতের মূল প্রতিপাদ্য: মিয়া গোলাম পরওয়ার

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ইটভাটাকে ২০ লাখ টাকা জ‌রিমানা

আগামী দু’চার দিনের মধ্যে চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা

স্বতন্ত্র প্রার্থী ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার

যশোরে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

যুবলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

মানুষের কল্যাণের জন্য গণভোট: উপ‌দেষ্টা শার‌মিন

ঝিনাইদহে লুট হওয়া টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১