হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা। জেলার বিভিন্ন গ্রাম থেকে ছয়টি লাঠিয়াল দল খেলায় অংশগ্রহণ করে। খেলাটি দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক উপস্থিত হয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে লাঠিখেলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে এই ধরনের আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

লাঠিখেলা বাংলার গ্রামাঞ্চলের ঐতিহ্য এবং লোকজ ক্রীড়া সংস্কৃতির অন্যতম প্রতীক। একসময় গ্রামাঞ্চলের হাট-বাজার, বিশেষ উৎসব ও পালাগানে লাঠিখেলা ছিল অন্যতম আকর্ষণ। কিন্তু আধুনিক বিনোদনের ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছিল এই ঐতিহ্য। মেহেরপুরে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে সেই হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে।

গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার আয়োজনে গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই খেলা সকাল থেকে দর্শকদের সমাগমে মুখরিত হয়। জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বৃদ্ধ-বৃদ্ধারাও খেলা উপভোগ করেন। লাঠিয়ালদের নানা কৌশল, হঠাৎ আক্রমণ ও প্রতিহত করার দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে।

রাকিব হোসেন বলেন, ‘অনেক দিন পরে এমন খেলা সামনে থেকে দেখার সুযোগ পেলাম। দু’পক্ষের লড়াইটি দেখেই ভালো লাগলো। আমরা চাই এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছাক।’

খেলা দেখতে আসা হাবিবা সুলতানা বলেন, ‘ছোটবেলায় খেলার কথা শুনেছিলাম। আজ পরিবারের সঙ্গে খেলা দেখার সুযোগ পেয়ে আনন্দিত। ছোটরাও খেলায় অংশ নিয়েছে, দেখে খুব ভালো লাগছে।’

আয়োজক কমিটির সভাপতি সোহানুর রহমান বলেন, ‘লাঠিখেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। আমাদের এই আয়োজনের মাধ্যমে অনেকেই পুরোনো দিনের স্মৃতি ফিরে পেয়েছে।’

উপদেষ্টা মকবুল হোসেন মেঘলা বলেন, ‘হারিয়ে যাওয়া সব ঐতিহ্যবাহী খেলাই আগামীতে চালু করা হবে। এই খেলা ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করা হবে, যাতে গ্রাম বাংলার ঐতিহ্য পুনরায় ফিরে আসে।’

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও অন্যান্য অতিথিরা।

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ঝিনাইদ‌হে মোটরসাইকে‌লের ধাক্কায় প্রাণ গেল সব‌জি ব্যবসায়ীর

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে

অজ্ঞান পার্টির হোতা ‘স্প্রে বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

দৌলতপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে: গোলাম পরওয়ার

রাশেদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির ফিরোজ

বাগেরহাটে ৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ২৫ প্রার্থী

বিএসএফের পুশ ইন করা ১৪ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি