ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউনিয়ন যুবদলের সভাপতিকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টায় হরিন্দিয়া গ্রামে। হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী মহিদুল ইসলাম।
কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের যুবদল সভাপতি মহিদুল ইসলাম জানান, কোটচাঁদপুর শহর থেকে কাজ শেষে তিনি শুক্রবার রাত ১০টার দিকে দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাড়িতে
ফিরছিলেন। তিনি মোটরসাইকেলযোগে হরিন্দিয়া গ্রামে গেলে শত্রুতার জের ধরে জসিম উদ্দীন, আবু সাইদ, বাবুসহ ৭/৮ জন তার গতিরোধ করে। এ সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। এরপর রড ও লাঠি দিয়ে মহিদুল ইসলামকে পেটাতে থাকে এবং মোটরসাইকেল ভাঙচুর করে।
এসময় মহিদুলের চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা সরে পড়ে। পরে স্থানীয়রা মহিদুলকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলায় মহিদুলের বাম পা ভেঙে গেছে।
মহিদুল ইসলাম দাবি করেন, হামলার সময় তার পকেটে থাকা দেড় লাখ টাকা খোয়া গেছে।
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।