হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ৪টি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের পর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।

যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে, কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান (হাবলু মোল্লা) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি মো. গিয়াস উদ্দীন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল আহসানুল হক। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) খাইরুল ইসলাম। এরফলে জেলার চারটি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান আমার দেশকে বলেন, আমার আসনে এক শতাংশ ভোটারের সমর্থনের জন্য ৪হাজার ৩’শ ৪ টি সাক্ষর প্রয়োজন। আমি প্রায় সাড়ে ৪ হাজার সাক্ষর দিয়েছি। তারপরও আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি আপীল করব, প্রয়োজনে আপীল বিভাগেও যাব।

বর্তমানে জেলার ৪টি আসনে বৈধ প্রার্থীরা হলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জাতীয় পার্টির (জেপি) মো. শাহারিয়ার জামিল,গণঅধিকার পরিষদের (জিওপি) মো. শাহাবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি.এন.পি) রেজা আহাম্মেদ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি.এন.পি) রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আরিফুজাম্মান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নূর উদ্দীন আহমেদ, খেলাফত মজলিসের মো. আব্দুল হামিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর।

কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আখন্দ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) মোছা. রুমপা খাতুন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মীর নাজমুল ইসলাম, খেলাফত মজলিসের মো. সিরাজুল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) মোহা. শরিফুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি.এন.পি) মো. জাকির হোসেন সরকার।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) এই আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) তরুন কুমার ঘোষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি.এন.পি) সৈয়দ মেহেদী আহ্মেদ রুমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. আবু বক্কর সিদ্দিক, গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান, বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম।

৭.৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা, শীতে জনজীবন বিপর্যস্ত

যশোরে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ দুই পর্যটক গভীর রাতে উদ্ধার

চুয়াডাঙ্গায় আবারও শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯.২ ডিগ্রি

খুলনায় ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাদ ১১

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, জামাইসহ আটক ২

যেভাবে উদ্ধার হলো হরিণ শিকারের ফাঁদে আটকা বাঘ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসায়ীরা

সুন্দরবনে অপহরণ: ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হননি রিসোর্ট মালিকসহ তিন পর্যটক