আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বাগেরহাট-১ সংসদীয় আসন
এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামীর মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবর রহমান শামীম এবং এবি পার্টির মো. আমিনুল ইসলাম।
এছাড়া বিএনপির কপিল মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির এম এ এইচ সেলিম, এস এম মুজিবর রহমান ও মাসুদ রানা মনোনয়ন সংগ্রহ করেন।
বাগেরহাট-২ সংসদীয় আসন
এ আসনে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এড.শেখ আতিয়ার রহমান এবং খেলাফত মজলিসের বালী নাছের ইকবাল।
পাশাপাশি বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম মনোনয়ন সংগ্রহ করেন।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন
এই আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন,জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামী আন্দোলনের শেখ জিল্লুর রহমান, জাসদ-রবের হাবিবুর রহমান মাস্টার এবং এনসিপির মো. রহমাতুল্লাহ
এছাড়া এই আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়ন ফরম নিয়েছেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিম ও মো. জুলফিকার আলী ফরম সংগ্রহ করেন।
বাগেরহাট- ৪ সংসদীয় আসনে
এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মো. আব্দুল আলীম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক মনোনয়ন সংগ্রহ করেন।
এছাড়া বিএনপির সোমনাথ দে। বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিম ও কাজী খাইরুজ্জামান শিপন ফরম নেন।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাগেরহাটে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।