হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরার চার আসনে জামায়াতের মনোনয়ন দাখিল

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের কাছে সাতক্ষীরা-৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

একই সময়ে সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন জমা দেন মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমির, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, এড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, কালিগঞ্জ আমীর মোহাস্মদ আলী, আশাশুনি আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। বাছাই ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বাগেরহাটে ৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ২৫ প্রার্থী

বিএসএফের পুশ ইন করা ১৪ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

এক অনবদ্য মায়ের সংগ্রামী জীবন

এনসিপি নেতাকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নির্বাচন নিয়ে সুপ্ত ঝুঁকি আছে, কর্মশালায় জেসমিন টুলি

মনোনয়ন ফিরিয়ে দেবার দাবিতে আমরণ অনশন

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১ আহত ৩

মৃদু শৈত্যপ্রবাহে কাবু চুয়াডাঙ্গা, কুয়াশায় ঢেকে গেছে চারপাশ

বাম্পার ফলনেও লোকসান গুনছেন পদ্মা চরের পেঁয়াজ চাষিরা