আগামী ২-১ দিনের মধ্যে চালের দাম কমবে বলে মন্তব্য করেছেনে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার বিকেলে, কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরন মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারিভাবে প্রায় ৬ লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। আর বেসরকারিভাবে আমরা দু’লাখ টন আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সম্মতিপত্র দিয়েছি। এর প্রভাব ভোক্তাদের অনুকূলে যাবে। আর উৎপাদনকারীদের সহায়তার জন্য আমরা প্রকিউরমেন্টটা করেছি। আমাদের স্মরণকালের সবচেয়ে বেশি স্টক আছে ২১ লাখ টন। তিনি আরো বলেন, আমরা আশা করি কোনো ধরনের খাদ্য সংকট হবেনা, ভালোভাবে খাদ্য ব্যবস্থাপনা করা যাবে।
কুষ্টিয়ার মোকামে চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা বলেন, আজকে মিল মালিকদের সাথে এনিয়ে আলাপ হয়েছে, তারা বলেছে ২ টাকা পর্যন্ত বেড়েছিল, আগামী দু’চার দিনের ভিতর এটা নেমে যাবে। তিনি আরো বলেন, আগামীকাল থেকে প্রতিদিন, প্রতিটা উপজেলায় ওএমএস চলবে। পাশাপাশি আমরা প্রতিবেশী দেশ থেকে এলসির মাধ্যমে চাল আমদানির অনুমতি দিয়েছি।’
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমরা জনগণের মধ্যে মেসেজ দিতে চাচ্ছি ২০২৪ সালে কোন পরিস্থিতিতে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই জাতীয় ব্যাপার যাতে না ঘটে, দেশ যাতে স্থিতিশীল থাকে। তার জন্য যে সংস্কার করা প্রয়োজন। বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে। তার পক্ষে যাতে দেশের জনগণ থাকে এবং সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
আরেক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, কেউ যদি ভোটে বিঘ্ন ঘটাতে চায় এবং কোথাও যদি কোনো চিহ্নিত অপরাধী থাকে তাহলে তাকে অবশ্যই পুলিশ আটক করবে।
পরে প্রধান অতিথি হিসেবে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিম উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম সহ অন্যরা।