হোম > সারা দেশ > খুলনা

যুবলীগের মিছিলের ব্যানার তৈরিতে যুক্ত থাকায় সাংবাদিকসহ আটক ২

স্টাফ রিপোর্টার, যশোর

যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন স্থানীয় একটি ছাপাখানার মালিক এবং অপরজন স্থানীয় একটি পত্রিকার বার্তা সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার রাতে ভোলা ট্যাংক রোডে ফায়ার ব্রিগেড কার্যালয় সংলগ্ন এলাকা থেকে দেবু মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় দৈনিক ‘রানার’-এর বার্তা সম্পাদক এবং পলাতক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। পরে ঘোপ সেন্ট্রাল রোডের ‘আইএনবি ডিজিটাল’ ছাপাখানা থেকে প্রতিষ্ঠানটির মালিক নাহিদ ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ছাপাখানা থেকে কয়েকটি ব্যানার জব্দ করা হয়েছে। তাতে লেখা ছিল, ‘শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘অবৈধ আইসিটি আইন বন্ধ করো’ ইত্যাদি। আয়োজক হিসেবে আনোয়ার হোসেন বিপুলের নাম ব্যানারে উল্লেখ ছিল। বিপুল সাবেক যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা, বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

পুলিশের ভাষ্য, বিপুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আওয়ামী শাসনকালে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে কিশোর গ্যাং গড়ে উঠেছিল, যারা নানা অপরাধে যুক্ত ছিল। এছাড়া বড় কোনো কর্মসূচি বা নির্বাচনের আগে বিএনপি কার্যালয় ও দলটির নেতাদের বাড়িতে যে বোমা হামলা হতো, তার মাস্টারমাইন্ডও ছিলেন বিপুল।

যুবলীগ নেতা বিপুল পালিয়ে যাওয়ার পর তার ব্যবসা দেখাশোনা করেন দেবু মল্লিক। আর ছাপাখানার মালিক নাহিদও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় ব্যানার-লিফলেট ছেপে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভূমিকা রেখেছেন।

রাতের অভিযানে নেতৃত্ব দেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল; থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়। কাজী বাবুল জানান, আটক দুজনসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন জানান, পরিস্থিতি অশান্ত করতে যারা ভূমিকা রাখছে, তাদের পাকড়াও করা হবে।

যশোরে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

যুবলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

মানুষের কল্যাণের জন্য গণভোট: উপ‌দেষ্টা শার‌মিন

ঝিনাইদহে লুট হওয়া টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১

সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০

একসাথে জাতীয় নির্বাচন ও গণভোটের নজির নেই: শারমীন এস মুরশিদ