হোম > সারা দেশ > খুলনা

২২ বছর পরিত্যক্ত ঘোষণা ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা

আইয়ুব হোসেন খান, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে দীর্ঘ ২২ বছর আগে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণকেন্দ্র পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসাসেবা।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে কাদিরপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র সিএমএমইউ কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই থেকে আজ অবধি নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে নতুন ভবন নির্মাণ না হওয়ায় ইউনিয়নবাসী গ্রামীণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের ২৫ হাজার মানুষ। স্বাস্থ্য কল্যাণকেন্দ্রটি কবে নাগাদ নির্মাণ করা হবে জানে না কেউ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে ছাদ খসে পড়ে ইট, খোয়া, রড বেরিয়ে গেছে। ছাদের ওপর বিভিন্ন প্রকার আগাছা জন্ম নিয়েছে। দরজা, জানালা পচে নষ্ট হয়ে গেছে। যেখানে বাথরুম ছিল আবর্জনার স্তূপে ডুবে গেছে। পরিত্যক্ত ঘোষণা করার আগে স্বাস্থ্যকেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), একজন ফার্মাসিস্ট, একজন পরিবার কল্যাণ পরিদর্শকা, একজন পিয়ন ও একজন আয়া প্রসূতি মায়েদের চিকিৎসা, নরমাল ডেলিভারি, মা ও শিশু স্বাস্থ্যসেবা ও সাধারণ রোগীদের চিকিৎসা, টিকাদান, পরিবার পরিকল্পনা পরামর্শ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবা প্রদান করা হতো। কাদিরপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণকেন্দ্রের পাঁচটি পদের সকলেই অবসরে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনের রুমে বর্তমানে সব্দালপুর ইউনিয়নের একজন উপসহকরী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) অনন্ত কুমার বিশ্বাস ও একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. খায়রুল আলম অতিরিক্ত দায়িত্ব হিসেবে রোগীদের সাধারণ জ্বর, ঠান্ডা, কাশির চিকিৎসাসেবা দিচ্ছেন। ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণকেন্দ্রটিতে দীর্ঘদিন যাবৎ কোনো ওষুধ সরবরাহ নেই।

চিকিৎসাসেবা নিতে আসা মো. খালেক শেখ বলেন, এখানে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় না, শুধু ওষুধ কাগজে লিখে দেওয়া হয়।

মনোয়ারা বেগম বলেন, এখান থেকে কোনো ওষুধ না দেওয়াতে আমাদের দূরের ঘাষিয়াড়া কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ আনতে যেতে হয়।

কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খাঁন বলেন, দীর্ঘ ২০ বছর যাবৎ স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকেই চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ইউনিয়নবাসীর দাবি দ্রুত ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণকেন্দ্রটির নতুন ভবন নির্মাণ করা।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং জনবল সংকটের কথাও বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ইউনিয়ন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসাসহ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

পাগলের ধাক্কায় ট্রলির নিচে পড়ে নিহত দিনমজুর

খুলনায় নতুন কারাগার চালু, বন্দিদের ফুল দিয়ে বরণ

মাছ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল কেশবপুর

গ্রাহকের ২০ কোটি টাকা মেরে ভারতে রঞ্জন মণ্ডল

হিন্দুদের ভাগ্য ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার

ঢাকায় জনতার হাতে আটক যশোর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি

যুবলীগের মিছিলের ব্যানার তৈরিতে যুক্ত থাকায় সাংবাদিকসহ আটক ২

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপ

বিএনপি-জামায়াত এক মঞ্চে, জনমনে খুশির আমেজ