হোম > সারা দেশ > খুলনা

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মাটিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত পদ স্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি আবদুল আলীম।

জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর ওরফে টিপুকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (স্থগিত) আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হিরা নামে এক যুবক। এ সময় জনি ব্যবসায়ী টিপুকে মারধর এবং অস্ত্রের মুখে দুই কোটি টাকা চাঁদা আদায় করেন।

১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী টিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সেই সৈকত হোসেন হীরা পুনরায় ধরে নিয়ে যান। তাকে বিএনপি নেতা জনির কণা ইকোপার্কে নিয়ে আটকে রাখা হয়।

খবর পেয়ে টিপুর স্ত্রী সেখানে গেলে জনি ও তার সহযোগী সম্রাট হোসেন এবং তথাকথিত সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি মারধর করেন এবং পার্কে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিচাপা দিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আরো দুই কোটি টাকা আদায় করেন।

ঘটনার পর ৩০ জুলাই অভয়নগর থানায় ও ৩১ জুলাই স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন। এরপর ৩ আগস্ট জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদারসহ ছয়জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা হয়।

ওসি আবদুল আলীম সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা জনিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আরো কিছু চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

লালনভক্ত আ.লীগ-বিএনপির ১০২ কর্মী ও সমর্থকের জামায়াতে যোগদান

ঝিনাইদহে ১৩১ শতক জমি দখলমুক্ত করলো সওজ

হোটেল প্যারাডাইস থেকে যুবকের লাশ উদ্ধার

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

কাঁচা পাট রফতানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

এক উপজেলায় ৮ প্রেসক্লাব, ‘সাংবাদিক’ ৩০০-র অধিক

ছোটো ভাইয়ের বটির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

বিএনপির প্রার্থী সাবিরাকে নিয়ে দলেই চরম অসন্তোষ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু