হোম > সারা দেশ > খুলনা

দেশভাগে খুলনা ভারতভুক্ত হয়, ছিনিয়ে আনেন খান এ সবুর

৪৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় অধ্যক্ষ মাজহারুল

খুলনা ব্যুরো

খ্যাতিমান পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বৃহত্তর খুলনা অঞ্চলের উন্নয়নের প্রাণপুরুষ খান এ সবুরের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খান এ সবুর স্মৃতি সংসদ।

রোববার সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন সবুর লজে অনুষ্ঠিত কর্মসূচিতে আলোচকরা খান এ সবুরের কীর্তিমান জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে তাকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায়।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগের সময় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে খান এ সবুর বাউন্ডারী কমিশনে আপিল করে আইনি লড়াইয়ের মাধ্যমে খুলনাকে পাকিস্তানভুক্ত করেন। তিনি বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য খুলনার মানুষ খুন ঝরিয়েছে। সেই খুলনা ব্রাক্ষণ্যবাদী শক্তির অধীনে যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারেননি খান এ সবুর। ১৪ আগস্ট সারা দেশে আজাদীর পতাকা উড়লেও খুলনায় উড়েছিল ১৭ আগস্ট। ছাত্র রাজনীতিতে তিনি যেমন সফল ছিলেন, তেমনি ১৯৬২ সালে আইয়ুব খানের পার্লামেন্টে যোগাযোগমন্ত্রী থাকাকালে তিনি এই জনপদে একের পর এক শিল্প কারখানা, বন্দর, সহ নানা প্রকল্প স্থাপনের মাধ্যমে অর্থনীতির গতিপ্রবাহ বদলে দেন। পতিত হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস থেকে খান এ সবুরের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেদিন এ অপচেষ্টা যারা চালিয়েছিল তারাই আজ দেশ থেকে বিতাড়িত হয়ে আধিপত্যবাদী শক্তির কাছে আশ্রয় নিয়েছে।

স্মৃতি সংসদের সহ সভাপতি শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতা আতিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু তৈয়ব, সরকারি বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবীদ এ এইচ এম জামালউদ্দিন, সরওয়ার খান ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল এ এস এম সাইফুদ্দোহা, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মাহবুবুর রহমান খোকন, মোল্লা মাকসুদুর রহমান ও মো. নুর আলম।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আখতার জাহান রুকু ও সিরাজউদ্দিন সেন্টু।

খুলনার আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর জোড়া খুনে জড়িত ২ আসামি গ্রেপ্তার

যে কারণে প্যারোলে মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চুয়াডাঙ্গায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভার প্রস্তুতি সম্পন্ন

ছাত্রলীগ নেতার প্যারোল নিয়ে যে ব্যাখ্যা দিল যশোর জেলা প্রশাসন

চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা ১১.৩ ডিগ্রি

ভারত থেকে এল ১২৫ মেট্রিক টন বিস্ফোরক, বিশেষ সতর্কতা জারি

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ২১

সাতক্ষীরা-৪ আসনে ভোটের মাঠে সক্রিয় ধানের শীষ

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা ‘পালিয়ে’ গেলেন