হোম > সারা দেশ > খুলনা

মাদকের ছোবলে আক্রান্ত যুবসমাজ, অধিদপ্তরের ভূমিকায় ক্ষোভ

আরিফুল আবেদীন টিটো, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার পাড়ায় পাড়ায় মাদককে কেন্দ্র করে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতিতে মাদকবিরোধী সম্মিলিত ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

রোববার দুপুরে ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় ঝিনাইদহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঠুঁটো জগন্নাথ হিসেবে উল্লেখ করে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য বিশেষ তাগিদ দেয়া হয়। সভায় বলা হয়, জেলা ও উপজেলা শহরে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের সহজলভ্যতা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক কেনাবেচা যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেভাবে পুলিশ, র‌্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে না, এ বিষয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

অপরদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের ঝিনুকমালা আবাসন, খাঁজুরা আমবাগান, এতিমখানার মোড়, পবহাটি কলাবাজারের উত্তর পাশ, আরাপপুর ব্রিজ, কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব ও উত্তর পাশে, ষাটবাড়িয়া, কাঞ্চননগর চার রাস্তার মোড় ও প্রান্তিক পার্কের পশ্চিম দিকের কলবাগান, পানি উন্নয়ন বোর্ডের সুইপার কলোনী, চাকলাপাড়া মির্জা মহলের পিছনের আমবাগানে প্রতিনিয়ত মাদক কেনাবেচা হচ্ছে। এছাড়া শহরের পাগলাকানাই বাঁকা ব্রিজের দক্ষিণ পাড়া, পাগলাকানাই মোড় থেকে খালপাড়, কাঞ্চনপুর, ট্রাক টার্মিনাল, হামদহের পশ্চিম দিকে কাঞ্চনপুরের ভিতরে, হামদহ বাইপাস মোড়, হামদহ লাশকাটা ঘর এলাকা, হামদহ পাওয়ার হাউজের পাশে, হামদহ-ভুটিয়ারগাতি বাইপাস রোড, ব্যাপারীপাড়া ঢাকালে পট্টি, বৌ বাজার, শাপলা চত্বর, জোড়া পুকুর এলাকা, সরকারি বালক বিদ্যালয়ের মাঠের পশ্চিম উত্তর কোণে, পলিটেকনিক কলেজের পিছনে, বিসিকের পূর্ব পাশে, জোহান পার্কের পিছনে ও টিভি রিলে সেন্টার এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতারা প্রতিদিন মাদক কেনাবেচা করছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিকার ও প্রতিরোধের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ঝিনাইদহ আড়াই'শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির আব্দুল মজিদ বিশ্বাস, জামায়াতের আব্দুল আওয়াল, সুশীল সমাজের প্রতিনিধি অ্যাড. হুমায়ন বাবর ফিরোজ, ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর বুলবুলি খাতুন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মনজুর মোরশেদ মাদক নির্মূলে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, মাদক কেনাবেচা বন্ধে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এজন্য মাদকের স্পট ও মাদক কারবারীদের তথ্য প্রদানের আহ্বান জানান উক্ত দু’কর্মকর্তা।

এমএস

উজিরপুরে সেনা অভিযানে অস্ত্রসহ ইয়াবা জব্দ, আটক ১

২৬ জানুয়ারি মেহেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

সুন্দরবনে ২০ জেলেকে অপহরণের পর ‘ডন বাহিনী’র মুক্তিপণ দাবি

দলীয় প্রার্থী রেখে স্বতন্ত্রকে সমর্থন উপজেলা বিএনপির একাংশের

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, এখনো তীব্র শীত

শিশুসন্তানকে হত্যার পর ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রীর আত্মহত্যা

পেশাগত দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র অত্যন্ত কার্যকর

উনি বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন : মিয়া গোলাম পরওয়ার

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন

চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি