হোম > সারা দেশ > খুলনা

বিএনপির সমর্থকদের হাতাহাতিতে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার কালোগাঙনী গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের বাগবিতণ্ডার মাঝে পড়ে মফেজ আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে কালোগাঙনী গ্রামের ঘোনার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মফেজ আলী একই গ্রামের জামাল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঘোনার মোড়ে একটি চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী এবং বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতি হয়। বাগবিতণ্ডা চলাকালীন সময়ে পাশে থাকা মফেজ আলীও তাতে জড়িয়ে পড়েন। হাতাহাতির এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ, ডিবি পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে হেফাজতে নিয়েছে। তারা হলেন—শুকুর আলীর ছেলে জিনারুল ইসলাম, সাবদার আলী এবং তার ছেলে হাসানুজ্জামান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, কীভাবে মফেজ আলীর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

খুলনায় অবৈধ অস্ত্র কারখানার সন্ধান

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, চলছে অভিযান

রামপালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

চাঁদাবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: শিবির সেক্রেটারি

খুলনা জেনারেল হাসপাতালের আউট সোর্সিং কর্মচারীদের মানববন্ধন

খুলনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির গণ দোয়া

জামায়াত প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে ভারত থেকে অপপ্রচার