হোম > সারা দেশ > খুলনা

ভবদহের জলাবদ্ধতা নিরসনে ছয় নদীতে উচ্ছেদ অভিযান

ওয়াজেদ খান ডবলু, কেশবপুর (যশোর)

ভবদহের ৩৪ বছরের জলাবদ্ধতা নিরসনে ছয় নদীতে চলছে উচ্ছেদ অভিযান। কেশবপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া হরিহর ও আপারভদ্রা নদীসহ ভবদহ অঞ্চলের ছয়টি নদীর দূষণমুক্তসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে আপারভদ্রা নদীর জরিপ কাজ শেষ করে দুইটি গুচ্ছ গ্রাম এবং দুইটি গরুর খামারসহ ৮০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে, তা ভেঙে নেওয়ার জন্য মাইকিং করেছে। বাকি পাঁচটি নদীর অবৈধ স্থাপনা চিহ্নিত করার কাজ চলছে। নদীর ভূমি নদীর বুকে ফিরিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কেশবপুর ও যশোর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যশোরের মরণফাঁদ ভবদহ অঞ্চলের দীর্ঘ ৩৪ বছরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বর্তমান সরকার সংশ্লিষ্ট অঞ্চলের ছয়টি নদী খননের জন্য প্রকল্প গ্রহণ করে। প্রকল্প অনুযায়ী ভবদহ অঞ্চলের হরিহর, আপারভদ্রা, হরিতেলীগাতি, টেকা ও শ্রীহরিসহ ছয়টি নদীর সাড়ে ৮১ কিলোমিটার নদীর পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

এতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০ কোটি টাকা। সংশ্লিষ্ট নদীপাড়ের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সেনাবাহিনীর মাধ্যমে ওই সব নদীখননের উদ্যোগ গ্রহণ করেন। গত ২৩ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী ভবদহ স্লুইস গেট সংলগ্ন ২১ ভেন্ট এলাকায় হরি নদীখননের মাধ্যমে নদীখনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী নদীগুলো দূষণমুক্তসহ নদীর মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর ভূমি নদীর বুকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে, নদীর ভূমি নদীকে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ওই ছয়টি নদীর সীমানা নির্ধারণ শুরু করা হয়েছে।

অপরদিকে এলাকার মহাদেব পাল নিমতলা শ্মশানের পাশে নদীর জমি দখল করে সেখানে দুটি গরুর খামার নির্মাণ করেছেন বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে প্রকাশ। আপারভদ্রা নদীর কেশবপুরের মঙ্গলকোট বড়েঙ্গা গ্রামের ত্রি-মোহনা থেকে কাশিমপুর পর্যন্ত সাড়ে ১৮ কিলোমিটার নদীর মধ্যে ৮০টি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড।

কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সুমন শিকদার বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ছয়টি নদীর সাড়ে ৮১ কিলোমিটার নদীখননের কাজ শুরু হয়েছে।

সুন্দরবনে জেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি

নড়াইলের ‘মাদক সম্রাজ্ঞী’ রিক্তা আটক

খুলনায় আমার দেশের দুই সাংবাদিকের ওপর হামলায় মামলা

ভেড়ামারায় ১২ কিলোমিটার মানববন্ধন বিএনপি সমর্থকদের

সুন্দরবনে নিখোঁজের দুই দিন পর প্রবাসী পাইলটের লাশ উদ্ধার

এখনও উদ্ধার হয়নি নিখোঁজ নারী পাইলট রিয়ানা

খুলনা-মোংলা মহাসড়ক এখন মরণফাঁদ

পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

সিনিয়র সাংবাদিককে ঝিনাইদহ পুলিশের রহস্যজনক সমন

বিএনপি সাধারণ সম্পাদকের বিচার চেয়ে আদালতে মহিলা দল সভাপতি