খুলনায় গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটা দল যারা নিজেদের বড় মনে করে। তারা ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছি। আমার নির্বাচনি এলাকায় প্রচারণায় গিয়ে নানা আশঙ্কার কথা শুনতে পাচ্ছি। তারা এবার ভোট কেন্দ্রে যেতে দেবেনা। ভোট দিতে বাঁধা দেবে। ব্যালট বাইরে এনে সিল মেরে নেবে।
বুধবার (১০ ডিসেম্বর) খুলনায় নিজ নির্বাচনি এলাকা ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটার সমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠককালে এ কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের আগস্টেই আমরা সেই বাংলাদেশকে বিদায় দিয়েছি। সেই বাংলাদেশ আর আমার দেখতে চাইনা। ১৪, ১৮, ২৪ এ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমার এখন জনগণকে সচেতন করছি। আমরা জামায়াতের পক্ষ থেকে প্রশাসনকে লিখিত ভাবে জানিয়ে এসেছি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত সবাইকে পক্ষপাতহীন হতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল ধর্ম, বর্ণ গোত্রের মানুষের কাছে সবচেয়ে আস্থার দলে পরিণত হয়েছে। জামায়াত ঘোষিত ন্যায় ও ইনসাফের দেশ গড়তে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আর এই ঐক্যবদ্ধ হওয়াটা কেউ কেউ মেনে নিতে পারছেনা।