হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্ব প্রয়োজন : পীর চরমোনাই

শ্রীবরদীতে নির্বাচনি পথসভা

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাগাতী) আসনে ইসলামী আন্দোলের প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিনের পক্ষে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রীবরদী সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভার আয়োজন করা হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামি আদর্শে বিশ্বাসী প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠানো অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, শ্রীবরদী ও ঝিনাগাতী এলাকার জনগণের জন্য একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব সংসদ সদস্য প্রয়োজন। সেই বিবেচনায় আলহাজ মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন একজন যোগ্য প্রার্থী। তিনি একজন আলেম, নীতিবান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি। তাকে নির্বাচিত করা হলে শেরপুর-৩ আসনের মানুষ একজন দায়িত্বশীল সংসদ সদস্য পাবেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্যে ইসলামী আন্দোলনের লক্ষ্য, আদর্শ ও নির্বাচনি কর্মসূচি তুলে ধরেন। সভা শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

যুবদলের দুই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

কিশোরগঞ্জে ৬ ক্যাসিনো জুয়াড়ি আটক

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, আহত ২০

নেত্রকোনা-৪ এ দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া জামায়াত জোট, স্ত্রীসহ মাঠে বাবর

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: মুফতি রেজাউল করীম

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ

‘প্রিয় বউ বিদায়’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

বাবরকে পরাজিত করতে মরিয়া ১০ দলীয় জোট

ত্রিশালে শিক্ষক আয়ুব আলীর বিদায় সংবর্ধনা