হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিদেশি তাঁবেদারি থেকে দেশকে মুক্ত করার সুযোগ এসেছে

সমাবেশে চরমোনাই পীর

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

“ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি সুযোগ তৈরি হয়েছে।

মানুষ মুক্তি পাওয়ার একটি সম্ভাবনা দেখছে। বিদেশি তাঁবেদারি থেকে দেশকে মুক্ত করার সুযোগও এসেছে। সেই সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে সারা দেশে মানুষের কাছে পৌঁছায়।

এতে অনেক ইসলামি দল ও দেশপ্রেমিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়। কিন্তু ইসলাম নামের বাক্সটাকে ছিনতাই করে ক্ষমতালোভীরা এটাকে ধ্বংস করে ফেলেছে।” সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, “ইসলামের পক্ষের বাক্স ধ্বংস করার পরে আবারও সেই আগের নীতি-আর্দশ অনুযায়ী দেশ পরিচালনা করার কথা যখন বলে, তখন আমাদের ভয় হয়। আবার যদি সেই আগের নিয়মেই দেশ পরিচালিত হয়, তাহলে আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ভেস্তে যাবে।

এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে নিয়ে এ দেশ, এ দেশের মানুষ এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্র তৈরি করার জন্য এককভাবে প্রায় ২৫৮ আসনে প্রার্থী দিতে পেরেছে। সামনে কী হবে, তা জানি না । অনেকে হয়তো মনে করে আমরা একা হয়ে গেছি। কিন্তু আমরা একা হইনি, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, বাংলাদেশের মানুষ ও যারা ইসলামকে ভালোবাসে তারা আছেন।”

মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— জামালপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জেলা ইসলামী আন্দোনের সভাপতি মুফতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আনোয়ার হোসেন আরিফ, সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।

ময়মনসিংহে নির্বাচনি জনসভায় রেজাউল করীম

যুবদলের দুই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

কিশোরগঞ্জে ৬ ক্যাসিনো জুয়াড়ি আটক

ইসলামভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্ব প্রয়োজন : পীর চরমোনাই

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, আহত ২০

নেত্রকোনা-৪ এ দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া জামায়াত জোট, স্ত্রীসহ মাঠে বাবর

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: মুফতি রেজাউল করীম

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ

‘প্রিয় বউ বিদায়’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা