হোম > সারা দেশ > রাজশাহী

আম চাষের জন্য বাংলাদেশি চাষীদের বিনামূল্যে জমি দেবে আলজেরিয়া

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি করবে এবং সেদেশে আম চাষ ও প্রক্রিয়াজাত করণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধাও দিবে আলজেরিয়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টেকনোলজি কেন্দ্রও গড়ে তুলতে চায় তারা।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে আয়োজিত এক কনফারেন্সে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি এই তথ্য জানান।

আলজেরিয়ার সাথে কৃষি-বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ শীর্ষক এই কনফারেন্সটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবিএফ এর সভাপতি মো. নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশসের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যরা।

শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার আহসান হাবিব নামের এক চাষির আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। এসময় উপস্থিত ছিলেন, আম চাষি আহসান হাবিব, এনামুল হক স্বপন, মাসুদ আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমনসহ অন্যরা।

নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত প্রার্থীর এনসিপিকে সমর্থন

ভেড়ামারায় বাস থেকে মাদক জব্দ, কারবারি আটক

পদ্মায় মিলল নিখোঁজ বিএনপি কর্মীর লাশ

টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক

শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন সম্ভব হবে

মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার সিরাজগঞ্জে মামলা

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

দেশে প্রথম চালু হচ্ছে আধুনিক সেচব্যবস্থা