হোম > সারা দেশ > রাজশাহী

দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না

নূরুল ইসলাম বুলবুল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁদাবাজদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আপনাদের শেষ সময় এসে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারির পর দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে অবিলম্বে চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করা হবে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার উদ্যোগে ব্যাবসায়িক ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুলবুল বলেন, বাংলাদেশের জাতীয় বাজেট মূলত বিদেশি ঋণের ওপর দাঁড়িয়ে আছে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ধারাবাহিকভাবে ঋণ নিতে হচ্ছে। এর ফলে দেশের প্রতিটি শিশু জন্মের পর থেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে বড় হচ্ছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রকৃত দেশপ্রেমের ঘাটতি রয়েছে। দেশের উন্নয়নের চেয়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে নিজেদের পকেট ভারী করাই যেন রাজনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের সর্বত্র চাঁদাবাজদের দৌরাত্ম্য চলছে। চাঁদাবাজি এখন একটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যন্ত এই চাঁদাবাজির কারণে বিপর্যস্ত। এ অবস্থার পরিবর্তন জরুরি।

চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে এখানকার সম্ভাবনাময় পণ্যগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম, কাঁসাসহ অন্যান্য স্থানীয় পণ্যের গুণগত মান ও স্বকীয়তা বিশ্ববাজারে যথাযথভাবে উপস্থাপন করা গেলে নতুন বাজার সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে এবং স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপকৃত হবেন। এর মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম বুলবুল। এছাড়া তিনি কৃষি ইপিজেড তৈরি করে কৃষকদের অর্থনীতির উন্নয়ন ও লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও কথা বলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তারা কর-কাঠামোর জটিলতা, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানির বিষয়ে অভিযোগ করেন। সভায় বক্তারা ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সভায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার মাদক জব্দ

বগুড়ায় নির্বাচনে নারী ভোটারই হবেন বড় ফ্যাক্টর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে অর্থ উপদেষ্টা

রাবি ‘সি’ ইউনিটে ৯০ শতাংশ উপস্থিতি, অসদুপায়ে ধরা ৪ পরীক্ষার্থী

ধরা পড়ার ভয়ে চেকপোস্টে মোটরবাইক ফেলে পালাল মাদক কারবারি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

চাটমোহরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

সিরাজগঞ্জে সরিষা ও মধুর ১২০০ কোটি টাকার বাজার

নির্বাচনি ব্যয়ে অসম প্রতিযোগিতায় জামায়াতের প্রার্থীরা

নওগাঁয় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ