নওগাঁ জেলা শহরের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক পাচারকারীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে।
মঙ্গলবার জেলার গোয়েন্দা শাখার পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- শরিফ মিয়া (২৫), একরামুল হোসেন রাসেল (৩০) শরিফ উদ্দিন (৩০)। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নওগাঁ সদর থানায় সোপর্দ করা হয়েছে।