হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল জনগণের প্রত্যাশায় জনতার ইশতেহার শিরোনামে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

শুক্রবার দুপুরে সংসদীয় আসনের পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থী নিজেই এসব ইশতেহার তুলে ধরেন। তার ইশতেহারে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্যারামেডিলকেল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানে ন্যায্য অধিকার সুনিশ্চিতের অঙ্গীকার করা হয়। এছাড়া জেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, কৃষক–শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, অ্যাডভোকেট, ডাক্তার, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।

ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্য-প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের ঘোষণা দেন।

ইশতেহারে সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।

জাতির কল্যাণে কাজ করে আমরা দেশ সাজাব

রাজশাহী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ত্রিমুখী লড়াইয়ে বিএনপির ‘গলার কাঁটা’ বিদ্রোহী প্রার্থী পারভেজ

গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর: তারেক রহমান

বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ১১৮৮ টন ভারতীয় চাল

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল

যেসব অভিযোগ তুলে পদত্যাগ এনসিপির আরো ১২ নেতার

১৯ বছর পর আজ পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান

‘দেড় বছরও পেরোয়নি—অথচ কত দম্ভ’, মির্জা আব্বাসের উদ্দেশে হাসনাত