হোম > সারা দেশ > রাজশাহী

বাইশ বছর পর ট্রিপল মার্ডার মামলার রায়ে তিন আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় জমিজমা নিয়ে বিরোধের জেরে ট্রিপল মার্ডারের একটি মামলায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নওগাঁ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাব্বির আহমেদ নিশ্চিত করেছেন।

এ মামালায় আরো আটজন আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে চার আসামিকে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পোরশা উপজেলার কালাইবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিক, আমির আলী এবং আব্দুল কাদির ওরফে কাদের। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবু বক্কর সিদ্দিক পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা সংশ্লিষ্ট আদালত।​

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট পোরশা উপজেলার কালাইবাড়ি গ্রামের কৃষক আব্দুস সামাদ নামের এক কৃষকের দখলে থাকা একটি আম বাগানের দখল নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় কৃষক সামাদের এক ভাই ও দু’বোন মারাত্মক আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আব্দুস সামাদ ২০০৩ সালের ৩০ আগস্ট পোরশা থানায় ২৬ জনের নামে হত্যা মামলা করেন। দীর্ঘ ২২ বছর পরে এ মামলায় নানা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই প্রার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

সিংড়ায় বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

পিস্তলসহ আটক বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অবশেষে মামলা

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে ৫৬ লাখ টাকার ক্ষতি

মোহাম্মদপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে নিহত মা-মেয়েকে নাটোরে দাফন

পিস্তলসহ আটক বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা, মামলা নিতে অস্বীকৃতি ওসির

মার্চ থেকেই পাবনা-ঢাকা রেল চালু

বিজিবির মানবিকতায় শূন্যরেখায় লাশ দেখার সুযোগ পেলেন ভারতীয় স্বজনরা

রাতের আঁধারে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা