হোম > সারা দেশ > রংপুর

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ

এলজিইডির এডিবি প্রকল্পে অনিয়ম

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

ছবি: আমার দেশ।

গাইবান্ধার সাঘাটায় মেয়াদ শেষ হওয়ার পরও এলজিইডির এডিবি প্রকল্পের কাজ বাস্তবায়নে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দায়সারা ও নিম্নমানের কাজ করে বিল প্রদানের অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই প্রকল্পগুলোর উপকার ভোগিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরে ২ কোটি ৪৬ লাখ ৩৬ হাজার টাকা চুক্তিমূল্যের ১৭টি প্রকল্পের চুক্তি ও কার্যাদেশ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এডিটি প্রকল্পের আওতায় ভরতখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে উল্যা জামে মসজিদের পাশ থেকে দারুন নাজাত কবরস্থান পর্যন্ত প্যালাসাইডিং এখন পর্যন্ত শুরু হয়নি। এছাড়াও বিভিন্ন স্থানে নিম্নমানের কাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে প্রকল্পটি বাস্তবায়নে।

এ বিষয়ে কচুয়া ইউপি সদস্য নাজমুল হোদা বলেন, তার ওয়ার্ডে নির্মাণ করা প্যালাসাইডিংয়ের কাজ ঠিকমত হয়নি। দায়সারা কাজ করেছে ঠিকাদার। একইভাবে ভরতখালী ইউনিয়নের সাকোয়া ওয়ার্ডে নির্মিত মোফাজ্জলের বাড়ি হতে মিলনের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই বিষয়ে মোফাজ্জল হোসেন বলেন, নিম্নমানের ইট, খোয়া ও বালু দিয়ে আমার বাড়ির সামনের এ রাস্তাটি কোন মতে দায়সারা ভাবে নির্মাণ করা হয়েছে।

শুধু তাই নয়, সরেজমিন গিয়ে দেখা যায়, এ অর্থবছরে সবচেয়ে বড় প্রকল্প ছিল সাঘাটা উপজেলার পাবলিক লাইব্রেরি। যেখানে ৫৩ লাখ টাকা চুক্তিমূল্যের কাজটিও এখন পর্যন্ত সম্পন্ন হয়নি।

তথ্য মতে, প্রকল্পগুলো চুক্তি ও কার্যাদেশ প্রদান করা হয় ২০২৫ সালের ৪ জুন ও কাজ শুরুর তারিখ নির্ধারণ করা হয় ৫ জুন। চুক্তি অনুযায়ী চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ গুলো শেষ করার কথা থাকলেও অনেক প্রকল্পের কাজ বাস্তবে এখনো শুরু হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নয়ন রায় বলেন, আমার জানামতে বেশিরভাগ প্রকল্প শেষ হয়েছে। কয়েকটির কাজ শেষ হয়নি। যার আংশিক ও বাকিগুলোর সম্পূর্ণ বিল প্রদান করা হয়েছে। তবে নিম্নমানের কাজের বিষয়ে তিনি বলেন, ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে জামানত পাবে না।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

আচরণবিধি না মানায় জাপা প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড

যৌথ অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বিএনপি জোটের জমিয়ত প্রার্থীর বিরুদ্ধে লড়বেন খালেদা জিয়ার ভগ্নিপতি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উন্নয়নের গতি সঞ্চার হবে

গঙ্গাচড়ার তিস্তা চরে বালু উত্তোলন, হুমকিতে বাঁধ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে পরিবর্তনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে

পলাশবাড়ীতে জামায়াত আমিরের জনসভা সফলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সম্মতির অপেক্ষায় বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী

নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল