হোম > সারা দেশ > রংপুর

অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র এমপি প্রার্থী উদ্ধার

রংপুর অফিস

গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী আজিজার রহমান

রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাহপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন তিনি।

মনোনয়ন ফেরত পেয়ে বাস যোগে ঢাকা থেকে নিজ এলাকায় তিনি ফিরছিলেন বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মডার্ন মোড়ে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজার রহমানকে উদ্ধার করে। পরে তার জ্ঞান ফেরানো হয়।

জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, বাড়ি ফেরার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় বাসে উঠেছিলেন। তার পূর্ব পরিচিত একজন সঙ্গে ছিলেন। পথে তাকে ডিম খাইয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তার জ্ঞান হারিয়ে যায়।

ওসি আরও বলেন, আজিজার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু তার নিখোঁজের খবরে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, তাই সেখান থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে।

গাইবান্ধা-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ৪ প্রার্থী

নির্বাচনি অঙন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে: সুজন সম্পাদক

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দুই নেতাকে জরিমানা

বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

জামায়াতের লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা: এটিএম আজহার

রংপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

শক্ত অবস্থানে জামায়াত

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যু বেড়ে ৭

নতুন করে দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে