সুনামগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, তারেক রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে। কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনে আমি আজীবন কাজ করতে চাই।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ধানের শীষের মনোনয়নে প্রতিযোগিতা করেছি, প্রতিহিংসা নয়। আমরা একসাথে মিলেমিশে ধানের শীষের বিজয়ে কাজ করছি। ধানের শীষের বিজয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলতে হবে। হাওর বেষ্টিত সুনামগঞ্জ- ১ আসন তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে উপহার দিব ইনশাআল্লাহ।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সদস্য নূরে আলম ফরাজির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাজাহান, উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান ফয়েজ শুভ প্রমুখ।