চায়ের রাজধানী শ্রীমঙ্গলে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। শনিবার ভোর থেকেই শহর ও আশপাশের এলাকা ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল। কুয়াশায় ঢাকা সকাল জানিয়ে দিচ্ছে—শীত এসে গেছে দরজায়।
ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। মাঠে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুদের দেখা গেছে, আর মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দুতে ঝলমল করছে সূর্যের ম্লান আলো।
শীতের আগমনী হাওয়ায় খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা, শুরু হয়েছে খেজুর রস আর ভাপা পিঠার বিক্রিও। পাখির কিচিরমিচিরে মুখর শ্রীমঙ্গলের সকাল জানিয়ে দিচ্ছে—এসেছে স্নিগ্ধতার মৌসুম।