হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে শিয়ালের কামড়ে আহত ১৬, এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে বুধবার (৫ নভেম্বর) দুপুর পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি, রামনগর এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ও হুগলিয়া গ্রামে ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, একটি অস্বাভাবিক আচরণকারী শিয়াল হঠাৎ পথচারী ও ঘরের সামনে থাকা মানুষদের ওপর আক্রমণ চালায়।

আহতরা হলেন—শংকরসেনা গ্রামের আমেনা বেগম, নুরে আলম ফেরদাউস, মামুন মিয়া, রাহিদ মিয়া, রেহেনা আক্তার, হোসাইন আহমদ, সুমন মিয়া, মো. আতিকুল ও নাঈম মিয়া; ফটকি গ্রামের নাজমা বেগম, লুবনা বেগম, রনি কুর্মি, আব্দুল মোমেন, পিয়ারা বেগম; এবং হুগলিয়া গ্রামের সাজনা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে রাত পর্যন্ত একই শিয়ালটি বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে হঠাৎ আক্রমণ চালায়। কেউ হাঁটছিলেন বা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন—এমন অবস্থায় শিয়ালটি এসে পায়ে,হাঁটুর নিচে ও পায়ের পেশিতে কামড় দিয়ে পালিয়ে যায়। কেউ তাড়ানোর চেষ্টা করলে শিয়ালটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য বলেন, মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ১৬ জন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট (সদর দপ্তর, মৌলভীবাজার)-এর সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, “বিষয়টি জানতে পেরেছি। শিয়ালটি সম্ভবত জলাতঙ্কে আক্রান্ত। প্রাণীটি শনাক্ত করে মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

মাধবপুরে ডেভিল হান্টে অভিযানে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, শৈত্যপ্রবাহের শঙ্কা

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

সুখে-দুঃখে আমাকে পাশে পাবেন: অলিউল্লাহ নোমান

আনিসুল-নাছিরকে রেখেই কামরুল-পাবেল: কার ভাগ্যে ঝুলছে ধানের শীষ

খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়: সুবিপ্রবি ভিসি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ সিলেট

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ আদালতে নির্দেশ বাস্তবায়নে সভা

খেলাফত মজলিসের মুনতাসির আলীকে সিলেট- ২ আসন ছেড়ে দিলো জামায়াত